...আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম___ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ...

শশাঙ্ক কে ছিলেন? শশাঙ্ক ও হর্ষবর্ধনের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ

 

উত্তর: গৌড় রাজ্যের স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। তাঁর বংশ পরিচয় অস্পষ্ট। কোনো কোনো ঐতিহাসিক বলেন, প্রথম জীবনে তিনি গুপ্ত বংশের রাজা মহাসেন গুপ্তের একজন সামন্ত রাজা ছিলেন আবার কারো মতে তিনি মহাসেন ও গুপ্তের পুত্র ছিলেন। ৬০৬ সালের কিছু পূর্বে তিনি গৌড়ের রাজা হন এবং মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণে রাজধানী স্থাপন করেন। থানেশ্বরের রাজধানী ও হর্ষবর্ধন মালবের দেবগুপ্ত, কনৌজের গ্রহবর্ধন এবং কামরূপের ভাস্কর বর্ধন ছিলেন উত্তর ভারতে তাঁর সময়কার কয়েকজন রাজা।

 রাজশ্রী ছিলেন থানেশ্বরের রাজকন্যা। গ্রহবর্ধনের মৃত্যুর পর দেবগুপ্ত থানেশ্বরের বিরুদ্ধাচরণ করেন। কিন্তু থানেশ্বর রাজ রাজ্যবর্ধনের কাছে তিনি পরাজিত ও নিহত হন। তখন থানেশ্বরের সিংহাসনে বসেন রাজ্যবর্ধনের ছোট ভাই হর্ষবর্ধন। কনৌজের অমাত্যদের অনুরোধে হর্ষবর্ধনকে কনৌজ শাসনের দায়িত্ব নিতে হয়। হর্ষবর্ধন ভাইয়ের হত্যাকারী শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করেন। এ যুদ্ধের ফলাফল সম্পর্কে স্পষ্টভাবে জানা যায় না। তবে এ যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। অন্তত ৬১৯ সাল পর্যন্ত শশাঙ্ক ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url