একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা
অথবা, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
অথবা, সমাজবিজ্ঞানের আবির্ভাব ও বিকাশ আলোচনা কর।
উত্তরঃ সমাজবদ্ধভাবে বসবাস করায় মানুসের স্বভাব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানুষের এসব সমস্যা সমাধানের নিমিত্তে সমাজবিজ্ঞানের উৎপত্তি । সমাজবিজ্ঞান একদিনেই সৃষ্টি হয়নি। বিভিন্ন সমাজবিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে সমাজবিজ্ঞানের উৎপত্তি। অগাস্ট কোঁৎ এর হাত ধরে সমাজবিজ্ঞানের উৎপত্তি তাই তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ একদিনে হয়নি এবং এ নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত। নিম্নে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হলো-
১। প্লেটোর অবদানঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে প্লেটো আধুনিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিলেন। যেটি ছিলো তার আদর্শ সমাজ কাঠামো।
২। এরিস্টটলের অবদানঃ এরিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক এবং প্লেটোর ছাত্র। তিনি তার Politics ও Ethies গ্রন্থদ্বয়ে বাস্তব ভিত্তিক ও আদর্শ সমাজকাঠামোর রুপরেখা তুলে ধরেছেন। তিনি তার গ্রন্থ জীব ও জীবনের সম্পর্ক তুলে ধরেছেন।এরিস্টটলের মতে, মানুষ সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা সয় পশু।
৩। হাম্বুরাবির সনদঃ হাম্বুরাবির সনদ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে সহায়তা করে। এই সনদে খ্রিস্ট্রপূর্ব প্রায় দুই হাজার বছর পূর্বে ব্যবলনীয়দের সমাজব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেছেন। পরবর্তী গবেষকগণ এই সনদের উপর ভিত্তি করে গবেষণা করেন।
৪। টমাস হবস এর অবদানঃ টমাস হবস সমাজ নিয়ে আধুনিক চিন্তাভাবনা করেন। তিনি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা ও সমাধানের সঠিক পন্থা আলোচনা করেন। আধুনিক সমাজব্যবস্থা ও কাঠামো নিয়ে তিনি আলোচনা করেছিলেন।
৫। ম্যাকিয়াভেলির অবদানঃ ম্যাকিয়াভেলি ছিলেন একজন সমাজবিজ্ঞানী। তিনি তার The Prince গ্রন্থে সমাজবিজ্ঞানের কাঠামো ও গঠনপ্রণালি তুলে ধরেছেন। তার এই গ্রন্থটি সমাজবিজ্ঞানের বিকাশকে তরান্বিত করে।
৬। ভিকোর অবদানঃ ভিকো ছিলেন ইতালিয়ান লেখক ও সমাজবিজ্ঞানী। সমাজবিজ্ঞানে তাঁর অবদানের জন্য তাকে পশ্চাত্যর সমাজবিজ্ঞানের জনক বলা হয়।তিনি তাঁর The new Science গ্রন্থে সমাজবিজ্ঞানের বিবর্তনের কথা তুলে ধরেন।
৭। ইবনে খালদুনের অবদানঃ সমাজবিজ্ঞানের অন্যতম জনক হিসেবে খ্যাত ইবনে খালদুন। তিনি তাঁর Science of culture গ্রন্থে সমাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করেন । সমাজবিজ্ঞানের উন্নতিতে ইবনে খালদুনের আসাবিয়া, বাদওয়া এবং হার্ডয়া এর অবদান অনেক।
৮। ডারউইনের অবদানঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে ডারউইনের অবদান অপরিসীম। তিনি সমাজকে জীব বিজ্ঞানের সাথে তুলনা করেন।
৯। অগাস্ট কোঁৎ এর অবদানঃ সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোঁৎ। তিনি সমাজবিজ্ঞানে সর্বপ্রথম Sociology শব্দটি ব্যবহার করেন। তিনি সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় ও পরিধি নিয়ে গবেষণা করেন।
১০। কার্ল মার্কস এর অবদানঃ কার্ল মার্কস এর সমাজবিজ্ঞান বিকাশে তাঁর শ্রেণিসংগ্রাম তত্ত্ব গুরুত্বপূর্ণ । তিনি সামাজিক স্তরকে তিনভাগে ভাগ করেন। যথা- (ক) ধর্মতান্ত্রিক স্তর (খ) দার্শনিক স্তর (গ) দৃষ্টিবাদ স্তর।
১১। হার্বার্ট স্পেন্সারের অবদানঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে স্পেন্সারের অবদান অপরিসীম।তিনি সামাজিক বিবর্তনের তত্ত্ব, অধিকার তত্ত্ব, হিয়াবাদী তত্ত্ব, ব্যক্তিস্বতন্ত্রবাদ ইত্যাদি আবিষ্কার করেন।
১২। এমিল ডুরখেইম এর অবদানঃ ফরাসি দার্শনিক এমিল ডুরখেইম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে তিনি সামাজিক সংহতি ধারণা আত্মহত্যার কারণ বিশ্লেষণ করেন।এছাড়া বিভিন্ন শ্রমবিভাজন ধারণা দেন।
১৩। ম্যাক্স ওয়েবার এর অবদানঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে ম্যাক্স ওয়েবার এর অবদান অনেক। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা, ক্ষমতা ও কর্তৃত্বে ব্যাখ্যা, আমলাতন্ত্রের ধারণা, সামাজিক স্তরবিন্যাস করেন। যা সামাজিক বিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে গুরুত্বপূর্ণ আবদান রাখে।
সর্বশেষ বলা যায় যে, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে প্রত্যকটি মনীষীদের অবদান অপরিসীম। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এক দিনে হয় নাই, বিভিন্ন সমাজবিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে সমাজবিজ্ঞানের উৎপত্তি।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url